পাপীর প্রার্থনা হচ্ছে এমন এক প্রার্থনা, যা একজন ঈশ্বরের কাছে করে- যখন বুঝতে পারে তারা পাপী এবং একজন উদ্ধারকর্তাকে তাদের দরকার। পাপীর প্রার্থনা বললেই নিজে থেকে কোন কিছু সার্থক হয়ে যাবে না। সত্যিকার পাপীর প্রার্থনা হচ্ছে সেটাই, যখন একজন ব্যক্তি তাদের পাপ জানে, বোঝে এবং বিশ্বাস করে যে, পরিত্রাণ বা উদ্ধার তাদের দরকার।পাপীর প্রার্থনার প্রথম দিক হচ্ছে, আমরা যে সকলেই পাপী তা বুঝতে সক্ষম হওয়া। রোমীয় ৩:১০ পদ একথা বলেছে, “পবিত্র শাস্ত্রে লেখা আছে: নির্দোষ কেউ নেই, একজনও নেই।” পবিত্র বাইবেল একথা স্পষ্ট করে বলেছে, আমরা সকলেই পাপ করেছি। আমরা সকলেই পাপ করেছি বলেই ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ এবং ক্ষমা পাওয়া আমাদের দরকার (তীত ৩:৫-৭)। আমাদের পাপের কারণেই আমরা অনন্তকালীন শাস্তি পাবার উপযুক্ত (মথি ২৫:৪৬)। তাই পাপীর প্রার্থনা হচ্ছে বিচারের শাস্তির পরিবর্তে অনুগ্রহ পাবার জন্য বিনীত নিবেদন; রাগের পরিবর্তে দয়া পাবার অনুরোধ।
পাপীর প্রার্থনার দ্বিতীয় দিক হচ্ছে, ঈশ্বর আমাদের হারিয়ে যাওয়া পাপে পূর্ণ অবস্থার প্রতিকার করতে কি করেছেন তা জানা। ঈশ্বর দেহে মানুষ হয়ে যীশু খ্রীষ্ট হিসাবে আসলেন (যোহন ১:১ ও ১৪)। যীশু আমাদের ঈশ্বরের সত্য শিক্ষা দিয়েছেন এবং তিনি খাঁটি ও নির্দোষ পাপশূন্য জীবন-যাপন করতেন (যোহন ৮:৪৬; ২ করিন্থীয় ৫:২১)। তারপর যীশু আমাদের জায়গায় ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমাদের পাওনা শাস্তি নিজেই গ্রহণ করলেন (রোমীয় ৫:৮)। কিন্তু যীশু জীবিত হয়ে প্রমাণ করলেন, তিনি পাপ, মৃত্যু এবং নরকের উপরে বিজয়ী (কলসীয় ২:১৫; ১ করিন্থীয় ১৫ অধ্যায়)। এইসবের জন্যই আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি এবং স্বর্গের অনন্ত আবাসে থাকার প্রতিজ্ঞা লাভ করেছি- শুধু যদি আমরা আমাদের বিশ্বাস যীশু খ্রীষ্টের উপরে রাখি। শুধুমাত্র বিশ্বাস করতে হবে যে, তিনি আমাদের জায়গায় মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে আবার জীবিত হয়েও উঠেছেন (রোমীয় ১০:৯-১০)। শুধুমাত্র যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে অনুগ্রহে আমরা পরিত্রাণ বা উদ্ধার পেতে পারি। ইফিষীয় ২:৮ পদ একথা বলেছে, “ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা ঈশ্বরেরই দান।”
আপনি যে যীশু খ্রীষ্টকে আপনার পরিত্রাণ বা উদ্ধারকর্তা বলে বিশ্বাস করেন সেকথা ঈশ্বরের কাছে বলার জন্য সহজ উপায় হচ্ছে ‘পাপীর প্রার্থনা’। পরিত্রাণ বা উদ্ধার পাবার জন্য এখানে কোন যাদুকরী শব্দ নাই। শুধুমাত্র যীশুর মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস আমাদের পরিত্রাণ বা উদ্ধার করতে পারে। যদি বুঝে থাকেন আপনি একজন পাপী এবং যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে পরিত্রাণ বা উদ্ধার আপনার দরকার, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এখানে ‘পাপীর প্রার্থনা’ দেওয়া হচ্ছে: ‘ঈশ্বর, আমি জানি যে আমি একজন পাপী। আমি এও জানি পাপের ফল আমার পাওনা। তবে, আমি যীশু খ্রীষ্টকে আমার পরিত্রাণ বা উদ্ধারকর্তা বলে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করি, তাঁর মৃত্যু ও পুনরুত্থান আমার পাপের ক্ষমা দিয়েছে। আমি যীশুকে, একমাত্র যীশুকে আমার ব্যক্তিগত প্রভু ও উদ্ধারকর্তা বলে বিশ্বাস করি। প্রভু, আমার পাপ ক্ষমা করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই! আমেন!’