খ্রীষ্টের রক্তে ধৌত হোন :
‘যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন’’ (প্রকাশিত বাক্য 1:5)|
I. প্রথম, রক্ত বলিদান সেই শুরুর সময়ে ফিরিয়ে নিয়ে যায়, যাত্রাপুস্তক 12:13; মথি 26:26-28 |
II. দ্বিতীয়, খ্রীষ্টের রক্ত শয়তান এর দ্বারা কঠোরভাবে ঘৃণিত হয়, প্রকাশিত বাক্য 12:10-11; I পিতর 1:19 |
III. তৃতীয়, খ্রীষ্টের রক্ত আমাদের মুক্ত করে, I1 পিতর 1:18, 19; মথি 20:28 |
IV. চতুর্থ, খ্রীষ্টের রক্ত সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করতে পারে, যোহন 1:7; I
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
- হোশান্না কি? হোশান্না শব্দের অর্থ কি?
- ক্রুশের উপরে যীশুর শেষ সাতটি বাণী
- প্রভু যীশু খ্রীষ্টের যিরূশালেম যাত্রা - Palm Sunday
- প্রভু যীশু গাধার ব্যবহারের তাৎপর্য
- কিভাবে প্রভু যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিলেন?
- গুণবতী স্ত্রী ঈশ্বর যোগাবেন - মাইকেল মিন্টু সরদার
- বড় দিন কি শুধু পর্ব?
- প্রভুর আহবানে স্থির থাকা
- একজন খাঁটি মানুষ-পাষ্টর কিশোর তালুকদার
- স্বামী স্ত্রী একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুপ্তপূর্ণ