বিশ্বাস করা ও ক্ষমা করা

ads20

     যিহূদীরা রোমীয় সৈন্যদের ঘৃণার চোখে দেখত। কিন্তু তাদের সবাই যে খারাপ ছিল তা না। তখন সেখানে একজন রোমীয় সেনাপ্রতি ছিল। সে ছিল কফরনাহূমের লোক। নিজের খরচে সে যিহূদীদের জন্য একটি সমাজ-ঘর তৈরী করে দিয়েছিল।একদিন তার চাকর অসুস্থ হয়ে প্রায় মারা যাওয়ার মত হল। সেই সেনাপ্রতি তার কয়েকজন লোককে যীশুর কাছে পাঠাল যেন তিনি সেই চাকরটিকে সুস্থ করেন।তারা যীশুকে বলল, ‘এই রোমীয় সেনাপ্রতি খুব ভাল লোক। সে আমাদের লোকদের ভালবাসে। দয়া করে তাকে সাহায্য করুন। সব শুনে যীশু তাদের সঙ্গে যেতে লাগলেন।যখন তারা সেই বাড়ীর কাছে গেলেন তখন সেই সেনাপতি একজন সৈন্য দিয়ে যীশুকে বলে পাঠালেন, ‘আমি আশা করি না যে, আপনি কষ্ট করে এখানে আসেন। আপনি শুধু আদেশ করুন তাতেই আমার দাস ভাল হয়ে যাবে। আমি একজন সেনাপতি। আমি একজনকে আদেশ করলে সে তা তখনই মান্য করে।’এই কথা শুনে যীশু সত্যি খুব আশ্চর্য হলেন।তিনি বললেন, ‘আমি এর আগে, এমনকি যিহূদীদের মধ্যেও এত বড় বিশ্বাস কারও দেখি নি।এরপর সেই সৈন্যরা ফিরে গিয়ে সেনাপ্রতির চারককে সুস্থ দেখতে পেল। রোমীয় সেনাপতি যা চেয়েছিলেনযীশু তার প্রতি তা-ই করলেন।এর কিছুদিন পরে, শিমোন নামে একজন ফরীশী যীশুকে তার বাড়ীতে নিমন্ত্রণ করল।তারা খাবারের অপেক্ষায় বসে আছেন তখন, নিমন্ত্রণ করা হয় নি এমন একজন মহিলা রাস্তা থেকে ঘরের ভিতরে এল। সে একটি পাত্রে সুগন্ধি তেল এনেছিল এবং কাঁদছিল। সে যীশুর কাছেএসে তার চোখের জলে তাঁর পা ভিজিয়ে মাথার চুল দিয়ে মুছে দিল।

     এরপর একটি বোতল থেকে সুগন্ধি তেলবের করে তাঁর পায়ে মাখিয়ে দিল।এ দেখে শিমোনের খুব লজ্জা লাগছিল কারণ এই মহিলাটির খুব দুর্নাম ছিল। সে ভাবছিল যীশু কেমন করে তাঁর পা এই মহিলাকে ধরতে দিলেন!যীশু জানতেন শিমোন কি চিন্তা করছে। তিনি বললেন, ‘শিমোন, কে বেশি কৃতজ্ঞ হয়, যার বেশি ঋণ ক্ষমা হয় না যার অল্প ক্ষমা হয়?’শিমোন বলল, ‘যার বেশী ক্ষমা হয়।’যীশু বললেন, ‘ঈশ্বর আপনাদের সকলেরই কোন না কোন পাপ ক্ষমা করেন। কিন্তু যার অনেক পাপ ক্ষমা হয় সেই ঈশ্বরকে বেশি ভালবাসা দেখায়।’তারপর তিনি সেই মহিলাটিকে বললেন, ‘তোমার পাপ ক্ষমা হল। তোমার বিশ্বাস তোমাকে মুক্তি দিয়েছে। শান্তিতে যাও।’লূক ৭


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS