ঈশ্বর পাপকে ঘৃনা করেন কেন?

ads20
    ঈশ্বর পাপকে ঘৃনা করেন কারণ এটা তাঁর প্রকৃতির চাইতে একেবারেই বিরোধী. গীতসংহিতায় পাপের বিরুদ্ধে ঈশ্বরের ঘৃণা এই ভাবে বর্ণনা করে: হে ঈশ্বর, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার ঈশ্বর নও; মন্দ লোকেরা তোমার সামনে থাকতে পারে না। গীত ৫:৪পদ।
    ঈশ্বর পাপকে ঘৃনা করেন কারণ তিনি পবিত্র। পবিত্রতাই তার তার সবচাইতে বড় গুন (যিশাইয় ৬:৩, প্রকাশিতঃ ৬:৮)। পবিত্রতাই ঈশ্বরকে পূর্নতা দেয় এবং ঈশ্বর সবসময় অন্যায় থেকে দূরে থাকেন (গীত ৮৯:৩৫, ৯২:১৫, রোমীয় ৯:১৪।

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS