অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন,যীশু খ্রীষ্ট মারা যায়নি কিন্তু স্বর্গে তুলে নেওয়া হয়েছে?, প্রিয় ভাইয়েরা যারা আমাকে প্রশ্নটি করেছেন আমি বিনম্রভাবে বলতে চাই, আপনার এ বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আজকের লেখাটি । আমরা সাধারণত যা কিছু বলি তা কোনো নির্দিষ্ট ব্যাপার, মুহুর্ত বা সময়কাল ভিত্তিক নির্ভর করে বলি। যেহেতু আমাদের জ্ঞান অন্তত:সীমিত। পক্ষান্তরে, ঈশ্বর কিছু বললে তা বৃহৎ পরিসরে ঘটনা বা ব্যাপারটির আগপিছ সব সুবিন্যস্ত করে বলেন। কারণ তিনি স্রষ্টা, তাঁর জ্ঞান কোনো কিছুর সাথে তুলনাহীন।
আমি পবিত্র বাইবেলে থেকে প্রমাণ দিতে চাই। যীশু খ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন. কবরস্থ হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন এবং আবার এই পৃথিবীতে ফিরে আসবেন।
আসুন পবিত্র বাইবেল কি বলে তিনি ক্রুশে মারা গেয়েছেন কি না?
যীশু খ্রীষ্ট ক্রুশের উপর প্রাণত্যাগ:
মথি 27: 50 = পরে যীশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন।
মার্ক 15 : 37 = - যীশু উচ্চ রব ছাড়িয়া প্রাণত্যাগ করিলেন।
লুক 23:46= - যীশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিতঃ, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি; আর এই বলিয়া প্রাণত্যাগ করিলেন।
ভবিষ্যতবাণীঃ যিশাইয় 53: 7= তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন,তিনি মুখ খুলিলেন না; মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়,সেইরূপ তিনি মুখ খুলিলেন না।
প্রভু যীশুর করর:
মাথি 27: 60 =আপনার নূতন কবরে রাখিলেন- যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন- আর কবরের দ্বারে একখানি বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন।
মার্ক 15: 46= যোষেফ একখানি চাদর কিনিয়া তাঁহাকে নামাইয়া ঐ চাদরে জড়াইলেন,এবং শৈলে ক্ষোদিত এক কবরে রাখিলেন; পরে কবরের দ্বারে একখানি পাথর গড়াইয়া দিলেন।
লুক 23:53 = পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন, এবং শৈলে খোদিত এমন এক কবরের মধ্যে তাঁহাকে রাখিলেন, যাহাতে কখনও কাহাকেও রাখা হয় নাই।
ভবিষ্যতবাণীঃ যিশাইয় 53: 9 = আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল,এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন,যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই,আর তাঁহার মুখে ছল ছিল না।
ভাইয়েরা আমার কথা না, পবিত্র বাইবেল থেকে পরিস্কার ভাবে লেখা আছে নামাইয়া সরু চাদরে জড়াইলেন, এবং শৈলে খোদিত এমন এক কবরের মধ্যে তাঁহাকে রাখিলেন।
ভাইয়েরা আপনাকে বলছি, ক্রুশ হলো অকৃত্রিম ভালবাসার প্রতীক:
খ্রীষ্টধর্মে ক্রুশ খ্রীষ্টিয়ানদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের ভালোবাসা, যার জন্য তাঁর পুত্র কালভেরীতে সমগ্র মানুষের পাপভার নিজ স্কন্ধে তুলে নিলেন এবং সকলের পক্ষে একা মুত্যুবরণ কররেন। সুতরাং ক্রুশ হলো অকৃত্রিম ভালবাসার প্রতীক।
ঈশ্বর আপনাকে, আমাকে ও সকল মানবজাতিকে ভালবাসেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে..
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।
তাই তিনি আমাদের সকল দুঃখ- যন্ত্রণার অবসান করেছেন । জগতের পাপরাশি বহণকারী, নিন্দা- নির্যাতন, নারকীয় মৃত্যু -যন্ত্রণার আমাদের পক্ষে সকল তিনিই কাঁধে তুলে নিয়েছেন, যেন আমাদের তার ভার বহন করতে না হয়। অশান্তির অগ্নিতে তাঁর অন্তরাত্মা দগ্ধ হয়েছিল যেন আমরা মুক্তি পাই।
যীশু খ্রীষ্ট কে আমি মাসুদ রানা পরিত্রাণকর্তা হিসাবে গ্রহন করতাম না, যদি তিনি পুনরুত্থিত না হতেন।কারণ যীশু খ্রীষ্ট মৃত্যুউপরে জয়লাভ করেছেন। তিনি পুনরুত্থিত হয়ে দেখা দিয়ে বলেছেন..
আমার হাত ও আমার পা দেখ, এ আমি স্বয়ং; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, আত্মার এরূপ অস্থি-মাংস নাই। ইহা বলিয়া তিনি তাঁহাদিগকে হাত ও পা দেখাইলেন। ।(লূক 24: 39-40)
পুনরুত্থানের বেশ কিছু প্রতীক রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো‘‘ একটি মেষশাবক,ক্রুশ ও বিজয়ের পতাকা’’ । প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং সেই মেষ যিনি জগতের পাপভার নিজ স্কন্ধে তুলে নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করলেন। এবং মৃত্যুকে জয় করে আপনার, আমার, সকলকে দিনেল পাপ থেকে মুক্তি স্বাদ। তাইতো তিনি সকলের মুক্তিদাতা, পারিত্রাণকার্তা।
প্রিয় বন্ধুরা,আপনাদের বিভ্রান্তি কেটে গিয়েছে, আপনার যদি যীশু খ্রীষ্ট জানার ও ডাকার তীব্র আকাঙ্খা থাকে, আপনার পাপের জন্য বিশ্বাস করার মধ্যে অনুতপ্ত হয়ে হৃদয়টাকে প্রভুকে কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কারণ প্রভু আমাদের সকলকে ভালোবাসেন তাই আসুন, আজ আমরা প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশের দিতে তাকাই, আমরা ভুলে যাই বিভ্রান্তির বার্তা, আমরা বিশ্বাস করি ও নিজের পাপের জন্য অনুতাপ করি। এবং ক্ষমা প্রাপ্ত হয়ে পুনরুত্থিত খ্রীষ্টের সাথে একাত্ব হই। এবং সুন্দর মানুষ হয়ে উঠি। ঈশ্বর ও মানুষের সেবায় আত্ম নিয়োগ করি প্রভুর মনের মতো হয়ে উঠি। প্রভু যীশু আজ দু‘হাত বাড়িয়ে আমাদের এ আহবান জানাচ্ছেন।
প্রিয়জনেরা, আপনার জীবনে এ আহবানের সূচনা যদি আজ ও না হয়ে থাকে, তবে সে শুভদিনের শুরু হোক এখনি। পবিত্র বাইবেল বলে, দেখ এখনই অনুগ্রহের সময়, এখন পরিত্রাণের দিন। আমাদের কখন কার পরলোকের ডাক আসবে তা কেউ জানে না।তাই আমাদের উচিত পুনরুত্থিত প্রভু যীশুর হাতে আমাদের নিজেদের সমর্পন করি।আর বলি খ্রীষ্ট রাজা তোমাকে প্রণাম করি, তুমি আমার তরে জীবন দিয়েছ, তোমাকে প্রণাম করি।”
যারা আমরা খ্রীষ্টও পরিত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করি। আমাদের কাছে স্বর্গারোহণ দিন একটি বড় প্রতাশা নিয়ে আসে, আর সে প্রত্যাশা হলো , যীশু আবার মহা বিজয়ের সাথে ফিরে আসবেন।
আর তাঁহারা কহিলেন, হে গালীলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাঁকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন। (প্রেরিত 1:11 ) আমেন।
পাস্টর মাসুদ রানা