ঘড়ি টিকটিক শব্দ করছে! সময় চলে যাচ্ছে!

ads20
    ঈশ্বরের সঙ্গে তোমার সাক্ষাৎকারের সময় এসে গেছে….বাইবেল বলেছেঃ “তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য প্রস্তুত হও!” আমোষ 4: 12
    তুমি কি প্রস্তুত করছো? তুমি কি প্রস্তুত?
    “আমরা কিভাবে রেহাই পাব, যদি আমরা এই মহৎ বাণী অগ্রাহ্য করি?” ইব্রীয় 2:3
    তোমার মৃত্যু এবং ঈশ্বরের সঙ্গে একটি নিয়োগ আছে!
    “মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তার বিচার হয়।” ইব্রীয় 9 :27
    ঈশ্বর তোমাকে প্রস্তুত করতে চাও!
    আমাকে কি করতে হবে?
    1. অনুভব কর যে তুমি একজন পাপী
    “সকলেই পাপ করেছে, এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে” রোমীয় 3:23
    “আমরা যদি বলি যে আমাদের কোন পাপ নেই, তাহলে আমরা নিজেদেরকেই ঠকাই, এবং তাঁর সত্য আমাদের মধ্যে নেই।” 1 যোহন 1 :8
    1. অনুভব কর যে পাপের শাস্তি হল নরক
    “যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ, তারা পাতালে পতিত হবে।” গীতসংহিতা 9 : 17
    1. অনুভব কর যে তুমি নিজের চেষ্টায় নিজেকে রক্ষা করতে পারবে না
    “আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মতো….” যিশাইয় 64 : 6
    1. অনুতাপ করো এবং ঈশ্বরের আজ্ঞা পালন করো
    “মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে দেখেছেন; কিন্তু এখন সব যায়গায় সকল মানুষকে তিনি এর জন্য মন-ফেরাতে বলছেন।” প্রেরিতদের কার্য-বিবরণ 17:30
    1. পরিত্রাতা হিসেবে যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস করো
    “কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালোবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে।” যোহন 3:16
    6 . যীশু খ্রীষ্টের সামনে তোমার পাপের স্বীকার করো
    “আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন, এবং সকল অধার্মিকতা হতে আমাদের শুচি করবেন।” I যোহন 1: 9
    1. সুসমাচার সম্প্রচার করো
    “ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো, শুনে কিছু না করে বসে থাকলে চলবে না, শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না।” যাকোব 1 :22

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS