খ্রীষ্টিয়ান মানে কি?

ads20

    খ্রীষ্টিয়ান শব্দের আভিধানিক অর্থ হচ্ছে “যে যীশু খ্রীষ্টকে একমাত্র ত্রানকর্তা এবং মুক্তিদ্বাতা হিসেবে বিশ্বাস করে এবং তা প্রচার করে বা খ্রীষ্টের শিক্ষা প্রচার করে।” প্রাথমিকভাবে এটাই খ্রীষ্টিয়ানের অর্থ। বাইবেলের নতুন নিয়মে মোট তিনবার “খ্রীষ্টিয়ান শব্দটি ব্যবহার করা হয়েছে (প্রেরিত ১১:২৬, ২৬:২৮, ১পিতর ৪:১৬)। আন্তিয়খিয়াতেই খ্রীষ্টের শিষ্যদের খ্রীষ্টিয়ান নামে প্রথম ডাকা হয় (প্রেরিত ১১:২৬) কারণ তাদের আচরণ, কাজ এবং কথা খ্রীষ্টের মত ছিল। তাই খ্রীষ্টিয়ান বলতে বোঝায় “খ্রীষ্টের অনুসারী।”

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS