প্রৈরিতিক বিশ্বাস সূত্র

ads20
    আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা।
    এবং তাঁহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টে যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন,
     কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পীলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন,
     মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন; তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন,
     স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন;
    তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন।
    আমি পবিত্র আত্মায় পবিত্র বিশ্বব্যাপী মন্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, 
    শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন।




    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS