চার্চের আরম্ভ কিভাবে শুরু হয়?

ads20
    Image
    যীশুর স্বর্গে যাওয়ার পর, যীশুর আদেশ অনুসারে শিষ্যরা যেরুশালেমেই রইল৷ বিশ্বাসীরা নিয়ত প্রার্থনা করতে একত্র হত৷
    Image
    প্রত্যেক বছর, নিস্তার পর্বের ৫০ দিন পর, ইহুদিরা এক বিশেষ দিন পালন করত যাকে বলা হত পঞ্চাশত্তমী৷ পঞ্চাশত্তমীর দিন হল যখন ইহুদিরা ফসল তোলার কাজ শেষ করে উৎসব পালন করত৷ পৃথিবীর সকল জায়গা থেকে ইহুদিরা পঞ্চাশত্তমী পালন করতে যেরুশালেমে এসেছিল৷ এই বছর, পঞ্চাশত্তমীর দিন যীশুর স্বর্গে যাওয়ার প্রায় এক সপ্তাহের পর হয়৷
    Image
    যখন সকল বিশ্বাসীরা এক জায়গায় একত্র ছিল, তখন হঠাৎ যে ঘরে তারা ছিল সেটি একটি শব্দে আর বাতাসে ভরে গেল৷ তখন কিছু যা অগ্নি জিব্হার মত দেখাচ্ছিল আভির্ভাব হল আর সকল বিশ্বাসীদের উপর তা পরল৷ তারা পবিত্র আত্মায় ভরে গেল আর তারা অন্যান্য ভাষায় কথা বলতে লাগলো৷
    Image
    যখন যেরুশালেমের লোকেরা সে শব্দ শুনতে পেল, তখন একদল ভিড় কি হয়েছে দেখতে এলো৷ যখন ভিড় ঈশ্বরের অদ্ভুত কার্য বিশ্বাসীদের ঘোষণা করতে শুনতে পেল, তখন তারা আশ্চর্য করল যে তারা সেসব তাদের নিজ জন্ম স্থানীয় ভাষায় শুনছিল৷
    Image
    কিছু লোক শিষ্যদের মাতলামি করছে বলে দোষ দিল৷ কিন্তু পিতর উঠে দাঁড়ালেন আর তাদের বললেন, “আমার কথা শুনুন! এই লোকগুলো মাতাল নন! এটি ভাববাদী যোয়েলের ভাববাণী পূর্ণ করে যেখানে ঈশ্বর বলেছেন, ‘অন্তিম দিনে, আমি আমার আত্মা ঢালব৷”’
    Image
    “হে ইসরাইলের লোকেরা, যীশু একজন মানুষ ছিলেন যিনি বহু অদ্ভুত চিহ্ন কার্য ঈশ্বরের শক্তিতে করেছিলেন যা আপনারা দেখেছেন ও শুনেছেন৷ কিন্তু তাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন!”
    Image
    “যদিও যীশু মারা গিয়েছিলেন, কিন্তু ঈশ্বর যীশুকে জীবিত করেছেন৷ এটি সেই ভাববাণী পূর্ণ করে যা বলে, ‘আপনি আপনার পবিত্রজনকে কবরে পঁচতে দেবেন না৷’ আমরা এই সত্যের সাক্ষী যে ঈশ্বর যীশুকে জীবিত করেছেন৷”
    Image
    “ঈশ্বর পিতার ডান পাশে গিয়ে মহিমায় বসেছেন৷ আর যীশু পবিত্র আত্মা পাঠিয়েছেন যেমনটি তিনি প্রতিজ্ঞা করেছিলেন৷ পবিত্র আত্মা এসকল করিয়েছেন যা আপনারা দেখছেন ও শুনছেন৷”
    Image
    “আপনারা এই যীশুকে ক্রুশে দিয়েছেন৷” কিন্তু নিশ্চই জানুন যে ঈশ্বর যীশুকে প্রভু ও খ্রীষ্ট বানিয়েছেন!”
    Image
    লোকেরা তার কথাগুলোয় গভীর ভাবে মনকষ্ট পেল৷ তাই তারা পিতর আর অন্য শিষ্যদের জিজ্ঞাসা করল, “হে ভাইয়েরা, আমরা এখন কি করব?”
    Image
    পিতর উত্তর দিলেন, “তোমাদের প্রত্যেককে অনুশোচনা করতে হবে আর যীশুর নামে বাপ্তিস্ম নিতে হবে যেন ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করেন৷ তাহলে তিনি আপনাদেরও পবিত্র আত্মা দেবেন৷”
    Image
    প্রায় ৩০০০ লোক পিতরের কোথায় বিশ্বাস করল আর যীশুর অনুগামী হল৷ তারা বাপ্তিস্ম নিল আর যেরুশালেম চার্চের সদস্য হল৷
    Image
    নতুন শিষ্যেরা প্রেরিতদের শিক্ষা নিয়ত শুনতো, একত্র সময় কাটাত, সাথে খাবার খেত, আর একেঅপরের সাথে প্রার্থনা করত৷ তারা একসাথে ঈশ্বরের স্তুতি করা পচ্ছন্দ করত আর তাদের কাছে যা কিছু বিষয় সম্পত্তি ছিল তা একে অপরের সাথে ভাগ করত৷ সকলে তাদের প্রশংসা করত৷ প্রতিদিন, তাদের সদস্যের সংখা বাড়তে থাকলো৷
    একটি বাইবেল কাহিনীনেওয়া হয়েছে//- প্রেরিতদের কার্য ২//

    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS