“ছোট্ট যীশু”

ads20
    দিপেন্দ্র সরকার,
    ছোট্ট যীশু আমরা শিশু দেখতে তোমায় এসেছি
    দুগ্ধ,মধু,পায়েশ,পুলি সুগন্ধি তেল এনেছি।
    ফিরে দেখনা একটু হাঁসনা তোমার কোমল হাতের ছোঁয়ায় পূণ্য হতে এসেছি।
    আজি গগন,পবন, বিশ্বভুবন তোমার আলোয় ভেসেছে
    প্রেম,শান্তি, ক্ষমার বাণী বিশ্ব বীণায় বেজেছে
    জনম ধন্য হলো, নয়ণ স্বার্থক হলো
    তোমায় বরন করতে মোরা রঙ্গিন সাজে সেজেছি।
    রাজার রাজা হয়েও কে যাবপাত্রে শায়িত!
    তোমার এরূপ দশা হেরে আমরা বাপু ব্যথিত
    তোমায় খেলনা দেব, সোনার দোলনা দেব
    মোদের ঘরে নিতে তোমায় পালকি নিয়ে এসেছি।
    রাগ কোরনা মান কোরনা জানি কষ্ট পেয়েছ
    গরীব দুঃখির বন্ধু হতে তুমিই এপথ ধরেছ
    তোমায় কথা দিলাম তোমার বন্ধু হলাম
    মুক্তির বাণী ছড়িয়ে দিতে আমরা শপথ নিয়েছি


    পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

    আপনার জন্য আরো কিছু পোস্ট

    RELATED ARTICLES

      ADS